সাধারণত ছবি থেকে ইংরেজি লেখা সহজেই কপি করা যায় কিন্তু বাংলা করা যেতনা। সম্প্রতি গুগোল ড্রাইভের একটি ফিচারের মাধ্যমে এটি সম্ভব হয়েছে এই ভিডিওতে দেখানো হয়েছে সেই প্রয়োজনীয় পদ্ধতিটি আশাকরি যেকোনো ছবি বা স্ক্যান পিডিএফ থেকে লেখা কপি বা আলাদা করতে আর বেগ পেতে হবে না।