Skip to main content

Posts

Showing posts from July, 2016

বাক্সে মৌমাছি পালন

সারা দেশে এ সময় ১০ থেকে ১২ হাজার পরিবার মৌমাছি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। এ পর্যন্ত পনের হাজার জনকে মৌমাছি পালনের ওপর প্রশিক্ষণ দিয়েছি। যারা বাক্সে মৌমাছি পালন করে মধু বাজারজাত করছেন, তারা কিন্তু ভেজাল সৃষ্টি করে না। যা কিছু ভেজাল হচ্ছে তা কিন্তু চাক ভাঙা মধু থেকেই করা হয়...।’ এ কথাগুলো জানালেন মো. আলী আশরাফ খান। তিনি ‘মৌমাছি পালন নির্দেশিকা’ নামে একটি বই লিখে দীর্ঘদিন ধরে মৌমাছি চাষাবাদের ওপর গবেষণা করে যাচ্ছেন। মৌমাছি পালন সম্পর্কে মো. আলী আশরাফ খান বলেন, মৌমাছি তার খাদ্য সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের ফুলে বিচরণ করে আর এর ফলে স্বয়ংক্রিয়ভাবে সংঘটিত হয় ‘পরাগায়ন’।  ফলে ফল এবং ফসলের উত্পাদন বহুলাংশে বৃদ্ধি পায়। এছাড়া মৌমাছি দান করে প্রকৃতির উত্কৃষ্ট পানীয় ‘মধু’। রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধক হিসেবে মধুর ভূমিকা অনন্য। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে কাঠের বাক্সে মৌমাছি পালন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আমাদের দেশে কবে থেকে মৌমাছি পালনে জনগণকে উদ্বুদ্ধ করা শুরু হয়েছিল? এ প্রশ্নের উত্তরে মো. আলী আশরাফ খান বলেন, ১৯৬৩ সালে বাংলাদেশে ক্ষ

৩৫ ফ্রি হাই রেজলুশন স্টক ফটো ওয়েবসাইট

1. Negative Space Negative Space offers up new free stock photos every week. All of its photos are shared without copyright restrictions, meaning that you are free to use them however you please. 2. Death to the Stock Photo When founders and photographers, Allie and David, noticed how challenging it was for businesses, bloggers, and creatives to find free high-quality images that fit their "vibe and tribe," they stepped in. 3. Picjumbo Need images for your next web design or blog post? Look no further than picjumbo. 4. Stokpic Photographer Ed Gregory generously dishes up 10 new photos every two weeks that you can use on your website, as part of a template, in an ad, and ... well, pretty much anywhere. 5. Kaboompics Karolina, a web designer from Poland, is the creative eye behind this awesome resource for high-quality photos. 6. Startup Stock Photos 7. Freerange All of the photos on the Freerange website come from a pool of both in-hou

আঙুর ফল টক - লেখা হতো যদি অন্য স্টাইলে

আঙুর ফল টক লেখা হতো যদি অন্য স্টাইলে মাসুদ রানা স্টাইল: গভীর রাত। শ্বাপদসংকুল জঙ্গল। সুন্দরবন কাউন্টার ইন্টেলিজেন্সের দুর্ধর্ষ স্পাই খেক্স শিয়াল বেরিয়েছে শিকারে। চোখে নাইট গগলস, ঠোঁটে ভুবন ভোলানো হাসি। তিন কিলোমিটার দূরের ঝিঁঝিপোকাটিকেও সে স্পষ্ট দেখতে পাচ্ছে। সাঁৎ করে একটা অশুভ ছায়া যেন সরে যায় পাশ থেকে। কোমরের বেল্টে গুঁজে রাখা ওয়ালথার পিপিকেটা হাত দিয়ে একবার ছুঁয়ে নেয় খেক্স। নাক আকাশের দিকে তুলে বাতাসের গতিবিধি বোঝার চেষ্টা করে সে। একটু এদিক-ওদিক হলেই শিকারি থেকে নিজেই শিকারে পরিণত হবে, খেক্স তা জানে। কাঁচা-পাকা ভ্রুর সেই মানুষের মুখটা এক ঝলকে খেক্সের সামনে ভেসে ওঠে। সাবধানবাণী তাঁর মুখে, ‘সাবধান! বন মুরগি শিকার পৃথিবীর সবচেয়ে কঠিন কাজের একটা!  সাবধান, খেক্স! সাবধান!’  সাবধানি খেক্স এগিয়ে চলে। কিন্তু বাতাসে মাতাল করা এক ঘ্রাণ। শরীর মুহূর্তেই চনমনে হয়ে ওঠে। অন্ধকারের ভেতর একটা ঝোপের মধ্যে বাতাসে ডাইভ কাটতেই একটা ঝিলিক। মুহুর্মুহু মেঘের ডাক। আর সেই বৈদ্যুতিক ঝিলিকেই খেক্স প্রথম দেখে আঙুরের থোকাটা। অনিন্দ্যসুন্দর। প্রমাণ সাইজের গোল গোল আঙুরগুলো যেন তাকিয়ে আছ

ছোট পুঁজি বড় স্বপ্ন: কিছু ছোট ব্যবসার ধারনা

১. ব্লক বাটিক: পোশাকে ব্লক, বাটিকের কাজ. সম্ভাব্য পুঁজি: ২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত. সম্ভাব্য লাভ: মাসে ৫ থেকে ১০ হাজার টাকা আয় করা সম্ভব। সুবিধা: অল্প পুঁজিতে ঘরে বসেই এ ব্যবসা করা সম্ভব।  ২.বই বাঁধানো ব্যবসা-বাণিজ্য, শিল্পকারখানা, অফিস-আদালত, ব্যাংক সবখানেই হিসাবের খাতাসহ নানান ধরনের বই ও প্রকাশনা সামগ্রীর প্রয়োজন হয়। এসব প্রকাশনাগুলোকে সুন্দর ও মজবুত করার জন্য বাঁধাই করার প্রয়োজন হয়। বই বাঁধাই না করলে এটি সহজে ছিঁড়ে যায়। মোটামুটি সব মৌসুমেই বই ও খাতা বাঁধানোর কাজ চলে। বই বাঁধানো শিখে যে কোনো ব্যক্তি সহজে এ ব্যবসা শুরু করতে পারেন। ৩.ড্রাইভিং আমাদের দেশে অনেক মানুষ গাড়ি চালানো বা ড্রাইভিং পেশার মাধ্যমে আয়-রোজগার করে। ড্রাইভিং শিখতে হলে গাড়ির বিভিন্ন অংশ ও যন্ত্রপাতি চিনতে হয়। ট্রাফিক আইন জানতে হয়। ড্রাইভিং শেখার বিষয়গুলো সহজভাবে এখানে বর্ণনা করা হয়েছে। বিষয়গুলো জানা থাকলে খুব সহজে ড্রাইভিং শেখা যাবে। ৪.শ্যালো মেশিন সারানোর ক্ষুদ্র পেশা: ছোটখাটো অনেক কারণে শ্যালো মেশিন বন্ধ হয়ে যেতে পারে। শেলো মেশিন সারানো তাই বেকার যুবকরা পেশা হিসেবে নিতে পারে। অল্