Skip to main content

Posts

Showing posts from November, 2017

পবিত্র কুরআন থেকে “রব্বানা” দিয়ে শুরু ২৫ টি দোয়া

আল্লাহ সালাতের মাধ্যমে প্রার্থনা করতে বলেছেন (২:৪৩; ২:১৫৩)। আর সালাতের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো সিজদা। সিজদাতে একজন মুসলিম/মুসলিমা আল্লাহ্‌ তায়ালার সবচেয়ে নিকটবর্তী হয়। এই সময় আল্লাহ্‌র কাছে করুণভাবে কাকুতি-মিনতি করে আপনার চাওয়া কাজটি সম্পন্ন করবেন। পবিত্র কুরআনে বেশ কিছু আয়াতে এই চাওয়ার প্রার্থনাগুলো বান্দাদের জন্য আল্লাহ আগেই দেখিয়ে দিয়েছেন। এগুলো ছাড়াও নিজের মতো করে প্রার্থনা করবেন।