সংস্কৃতি সভ্যতার অলংকার। প্রধান উপজীবিকা। সমাজ ও রাষ্ট্রের গতি সঞ্চালক। জাতি-গোষ্ঠির চিন্তা-চেতনা, বিশ্বাস ও ঐতিহ্যের প্রতীক। মানুষ জন্মগতভাবেই সংস্কৃতির অনুগামী। তাই মানব সভ্যতার সূচনা থেকে জগতে সংস্কৃতির পদযাত্রা শুরু হয়েছে। গ্রীক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী এ্যরিস্টেটলের মতে সংস্কৃতি হলো, ‘মানুষের বিনোদন ও অবিনোদনমূলক এমন সামাজিক ও পারিবারিক আচরণসমূহ যা তারা যুগ যুগান্তরে ধারণ করে এবং তা থেকে তৃপ্তি খুজে পায়।’ ইসলাম সংস্কৃতিকে ঐতিহ্য ও আত্মতৃপ্তির মতো দুর্বল ভিতের উপর ছেড়ে না দিয়ে ঈমান, আকিদা ও বিশ্বাসের শক্ত ভিতের উপর দাড় করিয়েছে। তার জগতমুখি ভোগবাদী রূপ পরিহার করে একটি সার্বজনীন কল্যাণকর ও অর্থবহ রূপ দান করেছে। ইসলাম মনে করে মানুষ সর্বশ্রেষ্ঠ জীব। সুতরাং তার জীবনের কোনো কাজ ও আচরণ অর্থহীন হতে পারে না। বিংশ শতাব্দীর মুজাদ্দিদ সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ• ইসলামি সংস্কৃতির পরিচয় ও ব্যপ্তি তুলে ধরে বলেন, ‘এটি একটি জীবন্ত ও বাস্তবমুখী বিষয়বস্তু। যার সম্পর্ক শুধু মুহাম্মদ সা• এর মিশন, ইসলামের বার্তা ও শিক্ষার সাথেই নয়। বরং তা জীবনের স্বরূপ, মানবতার বর্তমান ও ভবিষ্...