অনলাইনে বিভিন্ন ধরনের প্রতারণা থেকে রক্ষা পেতে যা করণীয়: ১. আপনার অ্যাকাউন্টটি অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের নাম ও জন্ম তারিখের সঙ্গে মিল রেখে তৈরি করবেন। যাতে অ্যাকাউন্ট হারিয়ে গেলে উদ্ধার করা সহজ হয়। কোনো কারণে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হলে আপনার পরিচয়পত্র জমা দিলে অ্যাকাউন্টটি ফেরত দিয়ে দেবে ফেইসবুক কর্তৃপক্ষ। না থাকলে আজই সেটা করে নিন।