আসুন আজকে বাংলাদেশের পথে প্রান্তরে, বনে বাদারে ফুটে থাকে এমন কিছু ফুল চিনবো। পাশাপাশি যে ফুলগুলো বিদেশি কিন্তু বাংলাদেশে চাষ হয় সেগুলোর সাথেও পরিচিত হব। ফুলগুলো বাংলা বর্ণানুক্রমে সাজানো। আপনারা ফুলগুলোর বাংলা নাম লিখে গুগোলে সার্চ করলে একই ফুলের বিভিন্ন স্থানীয় নাম, ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নামও পাবেন।