Skip to main content

বাংলাদেশের ফুল

আসুন আজকে বাংলাদেশের পথে প্রান্তরে, বনে বাদারে ফুটে থাকে এমন কিছু ফুল চিনবো। পাশাপাশি যে ফুলগুলো বিদেশি কিন্তু বাংলাদেশে চাষ হয় সেগুলোর সাথেও পরিচিত হব। ফুলগুলো বাংলা বর্ণানুক্রমে সাজানো। আপনারা ফুলগুলোর বাংলা নাম লিখে গুগোলে সার্চ করলে একই ফুলের বিভিন্ন স্থানীয় নাম, ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নামও পাবেন।

অগ্নিচিতা


    অগ্নিমুখা


অঞ্জন


অতসী


অনন্ত লতা


অপরাজিতা


অর্কিড


অলকানন্দা


অশোক


অ্যাজালিয়া


আকন্দ



আকরকাঁটা


উদাল


কচুরিপানা


কদম


কনকচাঁপা


কনকচূড়া


করবী


কলমি ফুল


কলাবতী


কসমস


কচুর ফুল/সুদর্শনা/অ্যান্থুরিয়াম




কাঁটামুকুট


কাঠগোলাপ/কাঠালচাঁপা


কানদুলি


কামিনী


কারনেশন


কালকাসুন্দা


কালিলতা


কাশফুল


কুঞ্জলতা


কুরেটা



কুলঞ্জন


কুসুম


কৃষ্ণচূড়া



কেয়া/স্পাইডার লিলি


ক্যালেন্ডুলা



ক্যাকটাস


খুলশী



গোলাপ



গন্ধরাজ


গাঁদা


গিরিমল্লিকা


গ্লাডিওলাস


চন্দ্রমল্লিকা


চেরি


চাঁদমালা


চামেলী


চালতা


ছোটো ঝুনঝুনি


জংলি ঝুমকো


জবা


জলগোলাপ


জারুল


জিনিয়া


জুঁই/জেসমিন


জয়ন্তী


ঝুলন্ত চিংড়ি


টগর


টাইগার লিলি


টিউলিপ


ডালিয়া


ডুলিচাঁপা

ডেইজি



ড্যান্ডেলিয়ন


ঢোলকলমি


তালমাখনা


তেলাকুচা


দাঁতরাঙ্গা


দোপাটি


দোলনচাঁপা


ধারমারা


ধুতুরা


নাইটকুইন


নাগকেশর


নাগবল্লী/পত্রলেখা/মুসান্ডা/মোচন্ডা/পাতাবাহার


নাগলিঙ্গম


নিলিনী


নিশিন্দা


নীল রাসনা


নীল সাইনাস


নীলকণ্ঠ


নীলবনলতা


নয়নতারা


পদ্ম/কমল


পরাশ


পলাশ


পাতাবাহার


পাদাউক


পারিজাত


পারুল


পালান


পর্তুলিকা/মসরোজ/মিনি গোলাপ/ টাইমফুল



পুন্নাগ


পেটারি


পেন্সি


ফক্সটেইল অর্কিড/শিয়াললেজী


বকফুল


বকুল


বড়চণ্ডাল


বনচালতা


বনজাম


বনজুঁই/ভাট


বাবলা


বামনসিয়া



বাগানবিলাস


বার্ড অফ প্যারাডাইস


বুনোগোলাপ


বেলী


বোতলব্রাশ


বোতামফুল


বড়নখা


ভুঁইচাঁপা


মধুমালতী/মাধবীলতা/মাধুরীলতা/মধুমঞ্জরী



মধুমাধবী


মর্নিং গ্লোরী


মহুয়া


মাখনা


মান্দার


মালতীলতা



মোরগঝুটি


রক্তকাঞ্চন


রঙ্গন


রজনীগন্ধা


রেইনলিলি/ঘাসফুল/বিস্কুট ফুল


রেললতা/রেলকলমি


লজ্জাবতী


লবেলিয়া


লান্টানা


লাল রাসনা


ল্যাভেন্ডার



শাপলা


শিউলি


শিমুল


শিরীষ/ রেইন্ট্রি


শিয়ালকাঁটা


সন্ধ্যামালতী


সর্পগন্ধা


সলভিয়া


সুর্যমুখী




সুর্যমনি


সোনালু

সোমলতা


স্থলপদ্ম


স্বর্ণচামেলী


স্বর্ণলতা



হংসলতা


হরগোজা


হলদে বাসন্তী


হলুদের ফুল/শটি ফুল



হলিহক


হাইড্রানজিয়া


হাপরমালী


হাসনাহেনা


হিজল


হিমচাঁপা


হুড়হুড়ি


ধন্যবাদ

সূত্র: Flowers of Bangladesh - বাংলাদেশের ফুল ফেইসবুক পেজ, ও অন্যান্য

Comments

Popular posts from this blog

ঢাকার কোথায় কি পাওয়া যায়?

কোন শাক-সবজি ও ফলের কী ভিটামিন?

গবাদি পশুর রোগ ও তার প্রতিকার

কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

মুসলিম জীবনের আদব-কায়দা