আসুন আজকে বাংলাদেশের পথে প্রান্তরে, বনে বাদারে ফুটে থাকে এমন কিছু ফুল চিনবো। পাশাপাশি যে ফুলগুলো বিদেশি কিন্তু বাংলাদেশে চাষ হয় সেগুলোর সাথেও পরিচিত হব। ফুলগুলো বাংলা বর্ণানুক্রমে সাজানো। আপনারা ফুলগুলোর বাংলা নাম লিখে গুগোলে সার্চ করলে একই ফুলের বিভিন্ন স্থানীয় নাম, ইংরেজি নাম এবং বৈজ্ঞানিক নামও পাবেন।
অগ্নিচিতা
অগ্নিমুখা
অঞ্জন
অতসী
অর্কিড
অলকানন্দা
অশোক
অ্যাজালিয়া
কচুর ফুল/সুদর্শনা/অ্যান্থুরিয়াম
কাঁটামুকুট
কৃষ্ণচূড়া
কেয়া/স্পাইডার লিলি
ক্যাকটাস
খুলশী
গোলাপ
গন্ধরাজ
নাগবল্লী/পত্রলেখা/মুসান্ডা/মোচন্ডা/পাতাবাহার
পর্তুলিকা/মসরোজ/মিনি গোলাপ/ টাইমফুল
পুন্নাগ
ফক্সটেইল অর্কিড/শিয়াললেজী
বাগানবিলাস
বার্ড অফ প্যারাডাইস
মধুমালতী/মাধবীলতা/মাধুরীলতা/মধুমঞ্জরী
মধুমাধবী
মর্নিং গ্লোরী
রজনীগন্ধা
রেইনলিলি/ঘাসফুল/বিস্কুট ফুল
হলদে বাসন্তী
হলুদের ফুল/শটি ফুল
হলিহকধন্যবাদ
সূত্র: Flowers of Bangladesh - বাংলাদেশের ফুল ফেইসবুক পেজ, ও অন্যান্য
Comments
Post a Comment