Skip to main content

Posts

Showing posts from April, 2019

সফর ও কসরের বিধান

আর যখন তোমরা যমীনে সফর করবে, তখন তোমাদের সলাত কসর করাতে কোন দোষ নেই। যদি আশঙ্কা কর যে, কাফিররা তোমাদেরকে ফিতনায় ফেলবে। নিশ্চয় কাফিররা তোমাদের প্রকাশ্য শত্রু।’ সূরা নিসা : ১০১ وَإِذَا ضَرَبْتُمْ فِى ٱلْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا۟ مِنَ ٱلصَّلَوٰةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ ۚ إِنَّ ٱلْكَٰفِرِينَ كَانُوا۟ لَكُمْ عَدُوًّا مُّبِينًا মুসাফির কে? মুসাফির কখন থেকে গন্য হবে?? # যে ব্যক্তি কমপক্ষে ৪৮মাইল(৭৭.২৪৬৪কিলোমিটার)সফর করার নিয়তে নিজ আবাদীর লোকালয় থেকে বের হয়েছে, সে শরীআতের পরিভাষায় মুসাফির হিসেবে গন্য হবে। -ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৯,আসারুস সুনান পৃ: ২৬৩। # ৪৮ মাইলের কম সফরের নিয়তে বের হলে মুসাফির হিসাবে গন্য হবে না। –প্রাগুক্ত # ষ্টেশন/বাসস্ট্যান্ড যদি লোকালয়ের অন্তর্ভূক্ত হয় তবে তা আবাদীর মধ্যে গন্য হবে, এর সীমা পার হওয়ার আগে কসর করা যাবে না।। -আদ্দুরুরল মুখতার ২/৫৫৯-৬০০। যে রাস্তা দিয়ে সফর করবে তার দূরত্ব ধর্তব্য হবেঃ যদি কোথাও যাবার দুটি রাস্তা থাকে যেমন জলপথ সড়কপথ এর মধ্যে একটি সফরের দুরুত্বে হয় এবং অন্যটি না হয় তব...

দারসুল কুরআন: সূরা মুমিনুন আয়াত ১-৫

সরল অনুবাদ: ১) নিশ্চিত ভাবেই সফলকাম হয়েছে মুমিনরা।  ২) যারা নিজেদের নামাযে বিনয়ী ও নম্র।  ৩) যারা বাজে বা বেহুদা কথা ও কাজ থেকে দুরে থাকে।  ৪) যারা যাকাতের পথে কর্মতৎপর হয়।  ৫) এবং যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে।