Skip to main content

কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ



বিএআরসি – কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি গবেষণা সমন্বয়কারী প্রতিষ্ঠানসমূহ:


ওয়েবসাইট: www.bari.gov.bd
বাংলাদেশ কৃষি গবষেণা ইনস্টিটিউট দেশের বৃহত্তম ফসল গবেষণা প্রতিষ্ঠান।

ওয়েবসাইট: www.brri.gov.bd

ওয়েবসাইট: www.bjri.gov.bd
পাটের উন্নয়ন সংক্রান্ত গবেষণা পরিচালনার উদ্দেশ্যে ১৯৫১ সালে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট(বিজেআরআই) প্রতিষ্ঠিত হয়।বর্তমানে বিজেআরআই পাট ও পাট জাতীয় আঁশ ফসলের কৃষি গবেষণা, কারিগরী গবেষণা এবং পাট হতে টেক্সটাইল পণ্য উদ্ভাবন সংক্রান্ত গবেষণা পরিচালনা 

ওয়েবসাইট: www.bina.gov.bd
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠানটি (বিনা) ১৯৭৫ সালে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে স্থাপিত হয়। বিনার ম্যান্ডেট অনুযায়ী পরমাণু শক্তি শান্তিপূর্ণ প্রয়োগের মাধ্যমে বংশগতি ধারায় চিরস্থায়ী পরিবর্তন আনয়ন করত: উন্নতমানের অধিক ফলনশীল নতুন জাতের

ওয়েবসাইট: www.bsri.gov.bd
বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) এদেশের একমাত্র গবেষণা প্রতিষ্ঠান যাকে ইক্ষুর উপর গবেষণা এবং এর মাধ্যমে প্রযুক্তি উদ্ভাবনপূর্বক চিনিকল ও চিনিকল বহির্ভূত এলাকার আখচাষীদের আখচাষে সহায়তা প্রদান করার ম্যান্ডেট দেয়া হয়েছে। বিএসআরআই এর প্রধান

ওয়েবসাইট: www.srdi.gov.bd
ভূমি, মাটি ও পানি সম্পদের উৎপাদন ক্ষমতা বজায় ও সংক্ষণের প্রয়োজনে এসব সম্পদের প্রকৃত মূল্যায়ন ও উন্নয়ন সম্ভাবনার ভিত্তিতে সর্ব্বোচ লাভজনক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ১৯৬১ সালে ‌সয়েল সার্ভে প্রজেক্ট অব পাকিস্তান নামে এ  
ওয়েবসাইট: www.fri.gov.bd

ওয়েবসাইট: www.blri.gov.bd

ওয়েবসাইট: www.bfri.gov.bd

ওয়েবসাইট: www.btri.gov.bd

ওয়েবসাইট: www.bsrti.gov.bd

ওয়েবসাইট: www.cdb.gov.bd


কৃষি বিপণন অধিদপ্তরের উদ্দেশ্য হচ্ছে কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য এবং ভোক্তাদের যৌক্তিক মূল্যে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে উন্নত বিপণন সেবা প্রদান করা। কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান ম্যান্ডেটসমূহ নিম্নরুপঃ কৃষিপণ্যের কৃষক প্রাপ্ত,  

বীজ প্রত্যয়ন এজেন্সী কৃষি মন্ত্রণালয়ের একটি বিধিবদ্ধ সংস্থা যা সকল কৃষি বীজের অনুমোদিত জাতসমূহের প্রত্যয়ন প্রদান ও মান নিয়ন্ত্রণ করে। সংস্থাটি ১৯৭৪ সনে প্রতিষ্ঠার পর থেকেই দেশের প্রসারমান বীজ শিল্প উন্নয়ন কর্মসূচীর আওতায় মানসম্পন্ন

১৯৭২ সালের ১৪ ডিসেম্বর কৃষি মন্ত্রণালয়ের Resolution No. III Cotton-8/72-393 dt.14th December 1972 মোতাবেক তুলা উন্নয়ন বোর্ড গঠিত হয়। এরপর ১৯৯১ সালে তুলা উন্নয়ন বোর্ডের রিজুলিউশনটি সংশোধন করা হয় যথা ১। তুলাচাষি সংস্থা বা 

হর্টিকালচার এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সংক্ষেপে হরটেক্স ফাউন্ডেশন, ১৮ ডিসেম্বর ১৯৯৩ সালে কোম্পানী আইনের ১৯১৩ বিধি মোতাবেক প্রতিষ্ঠিত হয়। ইহা একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে শাক-সব্জি, ফল-মূল বিশেষভাবে অপ্রচলিত উচ্চমূল্যের পণ্যের উৎপাদন, গুনগত মান উন্নয়ন এবং  

ক্ষুদ্রসেচ কার্যক্রমে এক বৈপ্লবিক ভূমিকা পালনের লক্ষ্যে ১৯৬১ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়। বিংশ শতাব্দীর আশির দশকের মাঝামাঝি থেকে সরকার কৃষি উপকরণ পরিচালনা, সংগ্রহ ও সরবরাহ কার্যক্রম দ্রুততার সঙ্গে সংকুচিত করা শুরু 

১৯৭৩ সালে জাতীয় পর্যায়ে কৃষি গবেষণা সমন্বয়, পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের জন্য সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে জাতীয় পর্যায়ে কৃষি গবেষণার গুরুত্ব ও সাফল্য বিবেচনায় এ্যাক্টের আওতায় কার্যপরিধি 

কৃষি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটউট (ব্রি) জাতীয় কৃষি গবেষণা সিস্টেমের অন্যতম প্রধান অঙ্গ হিসেবে


কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশে কৃষি বিষয়ক সেবা প্রদান কারী সর্ববৃহৎ সরকারি প্রতিষ্ঠান।



কৃষি তথ্য সার্ভিস (এআইএস)গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বতন্ত্র সংস্থা।


Comments

Popular posts from this blog

ঢাকার কোথায় কি পাওয়া যায়?

কোন শাক-সবজি ও ফলের কী ভিটামিন?

গবাদি পশুর রোগ ও তার প্রতিকার

মুসলিম জীবনের আদব-কায়দা