রাসুল সা. এর প্রিয় ১০টি খাবার | 10 Favorite Foods of Prophet Muhammad PBUH ১. যবের রুটি: ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সঃ) ছত্র এবং তার পরিবারবর্গ একাধারে কয়েক রাত অনাহারে এমনভাবে কাটাতেন যে, তারা আহার্য বস্তুর কোন কিছুই পেতেন না। আর অধিকাংশ সময় তাদের খাবার হতো যবের রুটি (অর্থাৎ কোনো সময় যবের রুটিও পেতেন না) শামায়েলে তিরমিজি: ১০৯, ইবনে মাজাহ: ৩৩৪৭, মুসনাদে আহমাদ: ২৩০৩ ২. খেজুর: আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন। শামায়েলে তিরমিযি: ১৪৬, সহীহ মুসলিম: ৫৪৫১, আবু দাউদ: ৩৮৩৭, ইবনে মাজাহ: ৩৩২৫, মুসনাদে আহমাদ: ১৭৪১ ৩. শসা: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা খেজুরের সাথে শসা খেতেন। ৪. তরমুজ: আয়েশা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরের সাথে তরমুজ খেতেন। ৫. লাউ: আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, একবার এক দর্জি খানা তৈরি করে রাসুল সা. কে দাওয়াত দেয়। আনাস (রাঃ) বলেন, রাসুল সা. এর সাথে আমিও ঐ দাওয়াতে গিয়েছিলাম। দর্জি লোকটি রাসু...