আপনার একটা দারুণ আইডিয়া আছে, সেটা অন্যদের বোঝাতে বা জানাতে চান, কাউকে সেই আইডিয়াটা দিয়ে কনভিন্স করতে চান, কিন্তু কীভাবে? বিজনেস প্রপোজাল আছে, ইনভেস্টরকে সেটা বোঝাতে চান, যাতে তিনি বিনিয়োগ করেন আপনার ব্যবসায়। রিসার্চ করতে চান, প্রফেসরকে আপনার আইডিয়া বা রিসার্চ প্রপোজালটা ব্যাখ্যা করতে চান, যাতে তিনি আপনাকে তার গ্রুপে নেন, কিংবা ফান্ডিং দেন। এই ব্যাপারটা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই করা লাগে। ছাত্রদের থিসিস, রিপোর্ট, পেপার, ইত্যাদি কিংবা রিসার্চ পেপারে তাদের আইডিয়া প্রকাশ করতে হয়। আবার প্রফেশনাল প্রেজেন্টেশন দেয়ার সময়েও আপনার আইডিয়া কাউকে "খাওয়াবার" দরকার হতে পারে। দোকানে কিছু কিনতে গেলে দেখবেন, দোকানদার নানা কৌশলে আপনাকে তার জিনিষ গছাবার চেষ্টা করছে। খেয়াল করে দেখবেন, কেউ কেউ এই কাজটা খুব ভালো করে পারে, আবার কেউ কেউ খাবি খায়। এর রহস্যটা কী? আসলে এই আইডিয়া প্রেজেন্টেশনের কাজটা খুব সিস্টেম্যাটিকভাবে করা সম্ভব, আপনার মনের চিন্তাগুলাকে নির্দিষ্টভাবে উপস্থাপন করলে সেটা আপনার টার্গেট অডিয়েন্সের মনোযোগ পেতে বাধ্য। কয়েকমাস আগে একটা ওয়ার্কশপে...