Skip to main content

গ্রাফিক ডিজাইন এবং ফ্রীল্যান্সিং


ফ্রীল্যান্সিং কি?
ফ্রীল্যান্সিং কি সে সম্পর্কে মোটামুটি সব মানুষই এখন জানে। তারপরও কারো অজানা থাকতেই পারে। ফ্রীল্যান্সিং হচ্ছে স্বাধীনভাবে কোন কাজ করা। বাংলায় যাকে বলা হয় মুক্ত পেশাজীবি। কিন্তু বর্তমানে ফ্রীল্যান্সিং বলতে যারা অনলাইনে আউটসোর্সিং এর মাধ্যমে ঘরে বসে আয় করে তাদেরকে বুঝায়।
গ্রাফিক্স ডিজাইন কী?
বর্তমান সময়ের একটি আকর্ষণীয় পেশা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন । যারা নিজেদের ক্রিয়েটিভ ধারনাকে রঙ তুলির মাধমে প্রকাশ করতে চান তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন একটি অন্যতম মাধ্যম । অন্যান্য সব চাকরির থেকে গ্রাফিক্স ডিজাইন পেশাটি সবচেয়ে নিরাপদ ও ঝামেলা বিহীন। নিরাপদ ও ঝামেলাবিহীন বলার কারণ হলো অন্যান্য সব পেশার বিপরীতে গ্রাফিক্স ডিজাইনারের কোনো কাজের অভাব হয় না। এটা একটি সন্মানজনক পেশাও।বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইনের চাহিদা খুব বেশি। লোকাল মার্কেটপ্লেস এবং ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে গ্রাফিক্সের অভাবনীয় চাহিদা রয়েছে।
গ্রাফিক্স ডিজাইন দ্বারা যে কাজ গুলো সচরাচর করা হয়ঃ
• Photo Editing
• Photo Retouching
• Image Manipulation
• Logo Design
• Web template
• Web Button
• Web Banner
• Advertisement Banner
• Business Cards
• Advertisements
• Book Design
• Brochures
• Billboards
• Product Packaging
• Posters
• Magazine Layout
• Newspaper Layout
• Greeting Cards
• Post Cards
• Flyer Design
গ্রাফিক্স ডিজাইনারদের কর্মক্ষেত্রঃ
• ইন্টার‌অ্যাক্টিভ মিডিয়া
• জার্নাল
• কর্পোরেট রিপোর্টস
• মার্কেটিং ব্রোশিউর
• সংবাদপত্র
• ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস
একজন ভালমানের গ্রাফিক্স ডিজাইনার হতে হলে আপনাকে কি কি জানতে হবেঃ
১. Adobe Photoshop সমন্ধে জানতে হবেঃ
Photoshop এর নতুন ভার্সন Adobe Photoshop CC দিয়ে আপনি প্রায় সব ধরনের ডিজাইন করতে পারেন। সেজন্য আপনার থাকতে হবে একটু সৃজনশীল ধারণা।
২. Adobe Illustrator সমন্ধে জানতে হবেঃ
ভেক্টর গ্রাফিক্স এর কাজ করতে হলে আপনাকে অবসশ্যই Illustrator জানতে হবে। তবে আপনি শুধু Adobe Photoshop CC জেনেও এখানে কাজ করতে পারবেন।
৩. Adobe InDisign সমন্ধে জানতে হবেঃ
Adobe InDesign CC হচ্ছে ইনডিজাইনের সর্বশেষ ভার্সন। বড় মাগাজিনের টাইপোগ্রাফি, লেআউট, ব্রুশিয়ার, বাউচার, ক্যালেন্ডার, ইবুক InDesign এর সাহায্যে খুব সহজে করা যায়। যা Photoshop বা Illustrator দিয়ে করা অনেক সময়সাধ্য এবং কঠিন ব্যাপার।
৪. ডিজাইন সম্পর্কে ভাল ধারণা থাকতে হবেঃ
একটি সৃজনশীল ডিজাইন দিয়েই আপনি আপনার রয়েলিটি আয় করতে পারবেন। সেজন্য আপনার থাকতে হবে সৃজনশীল ও রুচিশীল ডিজাইনের ধারণা। সেক্ষেত্রে অনেক অনলাইন কমিনিউটি রয়েছে যারা গ্রাফিক্স নবীন গ্রাফিক্স ডিজাইনারদের সাহায্য করতে পারে। তবে কোন এক্সপার্ট ডিজাইনার আপনাকে সবচেয়ে ভাল সাহায্য করতে পারে। আপনার আশেপাশের এক্সপার্ট থেকে শিখতে পারেন যে কিনা ফ্রীল্যান্স মার্কেটে কাজ করে।


গ্রাফিক্স ডিজাইনের কাজ/ফ্রীল্যান্স করার জন্য ১০ টি সেরা সাইট

১. Freelancer.com
এই ছোট বড় অনেক কাজ পাওয়া যায়। নতুনরা সাধারণত এই ধরণের ওয়েবসাইট দিয়েই কাজ শুরু করা উচিৎ। এখানে কন্টেস্ট এবং বিডিং দুই ভিত্তিতেই কাজ করা যায়।

২. 99design
নতুন ডিজাইনারদের জন্য ভালো ওয়েবসাইট। এখানে প্রতিযোগিতা বা কন্টেস্টের ভিত্তিতে 
কন্টেস্টে অংশগ্রহণ করে কাজ করা যায়।  আপনি যদি একজন ভাল মানের গ্রাফিক্স ডিজাইনার হতেচান তাহলে এই ওয়েব সাইটে যুক্ত হন। এখানে আপনি এক্সপার্টদের কাজ দেখে অনেক কিছু শিখতে পারবেন। আর এখানে এদের জব বোর্ডে অনেক ডিজাইনের কাজ পাওয়া যায়।

৩. Behance
এটা অ্যাডোবি কোম্পানির একটা বিখ্যাত জব বোর্ড সাইট। প্রচুর পরিমান কাজ এখানে প্রতিনিয়ত যুক্ত হয়। Apple, Facebook, The New York Times এদের মত কোম্পানি এখানে যুক্ত আছে। আপনি যদি একজন প্রোফেসনাল ডিজাইনার হন তাহলে অনায়াসেই এখানে কাজ পেতে পারেন।

৪. Fivrr
এটা অনেকটা দোকান বা সার্ভিস শোরুম খুলে রাখার মত ওয়েবসাইট। আপনার শোরুম দেখে লোকে আপনাকে কাজ দেবে।

৫. Graphicriver/envanto
এটা বিহেন্সএর মতই। এটা ইনভ্যান্টো কোম্পানির একটি অঙ্গ প্রতিষ্ঠান। এদেরর ডিজাইন সম্পর্কিত আরও অনেক সার্ভিস আছে যা তাদের ওয়েবে গেলে পাবেন। এখানে ইন্ড্রস্ত্রি লেভেলের জব পোস্ট হয়। আর এখানেও আপনি আপনার কাজ রাখতে পারবেন। বিশ্বের সব থেকে বড় বড় ব্রান্ড এই পোর্টাল ব্যবহার করে থাকে।

৬. Dribbble
আমার সব থেকে বেশি পছেন্দের একটি সাইট। এখানের বিশ্বের সব ক্রিয়েটিভ ডিজাইনাররা তাদের ডিজাইন গুলো রাখে। এই প্লাটফরম সারা বিশ্বের ডিজাইনারদের সাথে আপনাকে যুক্তও রাখতে সাহায্য করবে। আর এদের জব বোর্ডেও অনেক জব পাওয়া যায়। আর আপনার কাজ যদি ভালো হয় তাহলে হয়ত দেখা যাবে বায়ার আপনার পোর্টফলিও দেখে আপনাকে নক করবে না হায়ার করবে।

৭. Upwork (odesk)
এটা ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় জব মার্কেটপ্লেস আর এখানে আপনি ডিজাইনের অনেক কাজ পাবেন।

৮. Smashing Jobs
এটা মুলত একটি ম্যাগাজিন ওয়েব সাইট। এদের মাসিক ৪ মিলিয়ন ব্যবহারকারী আছে। আর এই ম্যাগাজিন টা হয়ত আমরা অনেকেই চিনি। আর এদের জব পোর্টালেও আপনি কাজ পেতে পারেন।

৯. Peopleperhour

১০. Simply Hired
এই পোর্টালটিতে ৬ মিলিয়নের উপরে জব আছে। এটার ভিতরে গ্রাফিক্স ডিজাইন ছাড়াও আরও অনেক ধরনের কাজ আছে।

Comments

Popular posts from this blog

ঢাকার কোথায় কি পাওয়া যায়?

কোন শাক-সবজি ও ফলের কী ভিটামিন?

গবাদি পশুর রোগ ও তার প্রতিকার

কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

মুসলিম জীবনের আদব-কায়দা