বাংলাদেশের বিল:
বাংলাদেশের তিনটি বড় বিলের নাম- চলনবিল, বিল ডাকাতিয়া ও তামাবিল।এছাড়াও রয়েছে আড়িয়াল বিল, বাইক্কা বিল, ভবদহ বিল, জৈন্তা বিল
বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উল্লেখযোগ্য আকৃতির বিলগুলো হলো-
বড় বিল (পীরগঞ্জ), তাগরাই বিল (কুড়িগ্রাম),লুনিপুকুর (রংপুর), বড় মির্জাপুর, নড়াইল ও কেশপাথার বিল (বগুড়া), চকচকি, সাবুল, ঘুগরি, কাঞ্চন, মালদা, উৎরাই, হিলনা, কুমার ও সোনা বিল আত্রাই নদীর পুরাতন প্রবাহ পথের উপর বা আশেপাশেই অবস্থিত।
দক্ষিণাঞ্চলের উল্লেখযোগ্য বিলগুলো হলো-
বয়রা, ডাকাতিয়া, বড় বিল, কোলা, পটলা, চাতাল ও শ্রীরামপুর বিল।
দেশের মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণগুলি হল বিল কাতলা, চাতাল, নগরকান্দা, চান্দা ইত্যাদি ।
২. বাংলাদেশের হাওড়সমূহ:
হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওড়, খালিয়াজুড়ী হাওর, শনির হাওর, হাইল হাওর, দেখার হাওড়,
ডাকের হাওর, মাকার হাওর, ছাইয়ার হাওর, এবং কাওয়া দীঘি হাওর।
৩. বাংলাদেশের ভ্যালিসমূহ:
* নাপিত খালি ভ্যালি: কক্সবাজারে অবস্থিত।
* হালদা ভ্যালি: খাগড়াছড়িতে অবস্থিত।
* বলিশিরা ভ্যালি: মৌলভীবাজার জেলায় অবস্থিত।
* সাজেক ভ্যালী: খাগড়াছড়িতে অবস্থিত
* ভেঙ্গী ভ্যালি: কাপ্তাই, প্লাবিত রাঙামাটি
http://www.kedupoint.com
Comments
Post a Comment