Skip to main content

পাওয়ার পয়েন্টে ট্রিভিয়া গেম বা কুইজ প্রগ্রাম বানানোর কৌশল



আমরা জানি প্রতিটি সফটওয়্যারের ভেতরেই কোড/কমান্ড বা ইনস্ট্রাকশন থাকে ওয়েবসাইটেও তেমনি থাকে
যখন আমরা কোনো টুল বা বাটনে ক্লিক করি তখন ওই বাটনের সাথে সংযুক্ত একটা নির্দিষ্ট কমান্ড ভিতরে ভিতরে আমাদের কাঙ্খিত আউটপুট প্রদান করে

সফটও্যার তৈরির ক্ষেত্রে একটা ফ্লোচার্ট অনুসরণ করতে হয় এই পাওয়ার পয়েন্ট কুইজেও সেটা অনুসরণ করলে কাজটা সহজ হয়ে যাবে। ভয় পাওয়ার কারণ নেই বিষয়টা অনেক মজার!

ফ্লোচার্ট বা কুইজ স্ট্রাকচার:

হোমপেজ- যেখানে আমাদের কয়েকটা বাটন প্রয়োজন হবে যেমন
১. হেল্প
২.এন্ড শো বা ক্লোজ প্রগ্রাম
৩.মাল্টিপল চয়েস বাটন ৪টি

যেখানে একটা সঠিক উত্তরের বাটন থাকবে যেটা আবার লিংকআপ করা থাকবে
উত্তর সঠিক নামের একটা স্লাইডের সাথে
আবার সেই সঠিক উত্তরের পেজে নেক্সট প্রশ্নের স্লাইডে যাওয়ার জন্য নেক্সট বাটন থাকবে
এটাই কৌশল এর নাম হাইপারলিংক
যেকোনো স্লাইডে একটা শেপ একে এর উপর মাউসের রাইট বাটন চাপুন দেখবেন হাইপারলিংক অপশন আছে
বাকি তিনটি অপশনের ভুল উত্তরের বাটনগুলি সবগুলোই সংযুক্ত থাকবে ভুল উত্তর নামের একটা স্লাইডের সাথে যেটাতে নতুন করে শুরু করতে প্রথম স্লাইডে যাওয়ার জন্য একটা বাটন থাকবে

কাজের ধাপ:

পাওয়ার পয়েন্ট খুলুন
নতুন ডকুমেন্ট/স্লাইড নিন লেআউট হবে ব্ল্যাংক



এবার Insert মেনু থেকে Shapes  ইচ্ছেমত একটা চারকোনা ওভাল শেপ আকুন (পছন্দমত কালার) দিন
মাউসের রাইট বাটন চেপে অ্যাড টেক্সট ক্রিক করে একটা নাম/শিরোনাম দিন (ইচ্ছেমত)



এরপর মাল্টিপল চয়েস এর জন্য চারটি আলাদা বক্স আকুন অপশন টেক্সট দিন




হাইপার লিংক করার আগেই মোট কতটি প্রশ্নের কুইজ বানাবেন সে হিসাব করে স্লাইড তৈরি করুন


* কাজের সুবিধার্থে Ctrl+d চেপে স্লাইড ডুপ্লিকেট করতে পারেন, তাতে সময় বেঁচে যাবে।

প্রতিটি প্রশ্নের স্লাইডের পরে সঠিক উত্তরের স্লাইড রাখতে হবে।



প্রথমটা থেকে কপি করে আনলেই হবে।
তবে ভুল উত্তরের স্লাইড একটা হলেই চলবে।



* আপনি চাইলে সেটাও প্রতিটা প্রশ্নের স্লাইডের পরে দিতে পারবেন। যাতে একটা ভুল উত্তরের পর আবার একদম ১ম পেজেই ফিরে না যেতে হয়। তবে সেটাও কুইজের একটা সিস্টেম। আপনার ইচ্ছেমত।

এবার লিংকিং করুন
বাটন শেপগুলিতে
মাউসের রাইট বাটন
Hyperlink

* Link to:Place in the document.




কোন স্লাইডের সাথে লিংক দেবেন দিয়ে দেখুন
স্লাইড নাম্বার দেখে দেখে দিন।

ধরুন ভুল উত্তরের অপশনের সাথে ভুল ভুল উত্তর নামের স্লাইডের সাথে লিংক দেবেন
তাহলে বক্স এ Right Click- Hyperlink- Place in this Document ভুল উত্তরের স্লাইড নাম্বার ৩/৪ যেটা হয় ক্লিক করুন। বামে সেই স্লাইডের প্রিভিউ দেখাবে



এবার শো চালু করে টেস্ট করে দেখুন শো চালু করতে 




বাকিটা আপনারাই পারবেন....

বি:দ্র:বক্সগুলোতে শেপ এর উপর মাউস নিলে যখন নিচের চিহ্ন দেখাবে তখন ক্লিক করে
 রাইট বাটন চাপবেন টেক্সট এর উপর নয়।
এক্সিট বা ক্লোজ বাটন যেটা কোনায় ব্যবহার করা সেটা দিতে চাইলে
Insert- Shape - একদম নিচে দেখবেন Action ডানদিকের কোনায় চারকোনা Custom বক্সে ক্লিক করুন




স্লাইডের কোনায় একটা ছোট চারকোনা শেপ আকুন



আকার সাথে সাথেই অপশন ডায়ালগ বক্স আসবে এখানে Hyperlink to থেকে End show
Ok 
শেপে ইংরেজিতে লাল রঙে লিখুন, সেভ দিন

এবার শো বাটনে ক্লিক করে চেক করে দেখুন তো কি হয়?

কিন্তু:
আমরা যখন মাউস স্ক্রল করছি তখন কিন্তু সব স্লাইড দেখা যাচ্ছে, অথবা বাটনের বাইরে ক্লিক করলে নেক্সট স্লাইডে চলে যাচ্ছে।এরকম হলে তো হবে না, সব চালাকি ফাঁস হয়ে যাবে, তাই না?এটা বন্ধ করতে হবে যাতে বাটন ছাড়া অন্য জায়গায় ক্লিক কিংবা স্ক্রল কাজ না করে।

এখন যেটা করতে হবে এটাই এই টিউটরিয়ালের ২য় মূলমন্ত্র (১মটা ছিল হাইপারলিংক)

এবার সেই ছোট এবং গুরুত্বপূর্ণ কাজটি করে নিতে হবে
দেখুন:
Home, Insert, Design এই লাইনে
Slide show
Setup Slide show




Show type: ৩য় অপশন Browsed at a kiosk দিয়ে
ok
ডকুমেন্ট সেভ করুন
এবার শো ক্লিক করে দেখুন
ভিডিও লিংক:

Tutorial prepared by Bulbul Ahmed
http://hometechbd24.blogspot.com

Comments

Popular posts from this blog

ঢাকার কোথায় কি পাওয়া যায়?

কোন শাক-সবজি ও ফলের কী ভিটামিন?

গবাদি পশুর রোগ ও তার প্রতিকার

কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

মুসলিম জীবনের আদব-কায়দা