Skip to main content

বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


# এ অঞ্চলে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয় ১৬ই ডিসেম্বর ১৯৩৯, ঢাকায়
# ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে রেডিও পাকিস্তান ঢাকা হিসেবে সম্প্রচার শুরু করে
# ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত এটি রেডিও বাংলাদেশ নামে সম্প্রচার করে।

# বাংলাদেশে টেলিভিশন ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা-কালো সম্প্রচার শুরু করে।
# বাংলাদেশে রঙিন টেলিভিশন সম্প্রচার শুরু হয় ১৯৮০ থেকে ।
# বিশ্বব্যাপী স্যাটেলাইট সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড সম্প্রচার শুরু করে ২০০৪ সালে
# বাংলাদেশে ১ম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা সম্প্রচার শুরু ১৬ জুলাই, ১৯৯৭

#বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায়
#বাংলাদেশে প্রথম কম্পিউটার ছিল আইবিএম ১৬২০ মডেলের
# বাংলাদেশে দ্বিতীয় কম্পিউটারটি স্থাপিত হয় ১৯৬৫ সালে আদমজী জুট মিলে
# অ্যাপল কম্পিউটার বাংলাদেশে আসে ১৯৮৫-৮৬ সালে

# বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় ১৯৯৩ সালে। (বিশ্বে ১৯৬৯সালে)
# বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
# বাংলাদেশে সাবমেরিন ক্যাবল ২১মে ২০০৬, ল্যান্ডিং স্টেশন ঝিলং জা, কক্সবাজার
# বাংলাদেশে থ্রিজি চালু হয় ১৪ অক্টোবর ২০১২
#  বাংলাদেশে ৪জি চালু হয় ১৯ ফেব্রুয়ারি ২০১৮

# বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী, ১৯৯০
# বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি সিটিসেল চালু হয় ১৯৯৩ সালে
# বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপন ১০ মে ২০১৮ (সম্ভাব্য)

Comments

Popular posts from this blog

ঢাকার কোথায় কি পাওয়া যায়?

কোন শাক-সবজি ও ফলের কী ভিটামিন?

গবাদি পশুর রোগ ও তার প্রতিকার

কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ

মুসলিম জীবনের আদব-কায়দা