নারিকেলের খোল এখন থেকে আর ফেলনা নয়। এই খোল দিয়ে মাগুরা শহরতলীর বরুনাতৈল গ্রামের আব্দুল হান্নান বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করছেন বিভিন্ন ডিজাইনের বোতাম ও মহিলাদের নানা রকম অলংকার। এ থেকে হান্নান নিজে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি তার এ কারখানায় বোতাম তৈরির কাজ করে এলাকার নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। হান্নান জানান, ঢাকার গার্মেন্টসসহ বিভিন্ন দোকানে চীন থেকে আমদানি করা কাঠের বোতাম দেখে সর্ব প্রথম তার এই উদ্ভাবনি চিন্তা মাথায় আসে। তখন তার হাতে যথেষ্ঠ পুজি ছিল না।এ কারণে এক রকম ঝুকি নিয়েই এক সময়ের ক্ষুদ্র ব্যবসায়ি ও কৃষক শেখ হান্নান ৫ বছর আগে সামান্য এক টুকরো জমি বিক্রি করে কিনে আনেন বোতাম তৈরি ৭টি মোটর চালিত ড্রিল মেশিন।বসত বাড়ির একটি কক্ষে সাত জন মহিলা শ্রমিক নিয়ে শুরু হয় তার যাত্রা। প্রথম চালানেই ঢাকার বেশ কিছু গার্মেন্টসে সুনাম অর্জন করে তার তৈরি করা বোতাম। এরপর কঠোর পরিশ্রম তার এই পথচলাকে আরো বিস্তৃত করে। এখন তার বাড়িতে বসেছে ১৬টি মেশিন। যেখানে প্রতিদিন কাজ করছেন এলাকার দরিদ্র পরিবারের ১৫ থেকে ২০ জন মেয়ে ও গৃহবধূ।আর তাদের হাতে প্রতিমাসে তৈরি হচ্ছে তিন থ...